মাঘের শুরুতেই জাঁকিয়ে শীত রাজ্যজুড়ে, একাধিক ট্রেন, বিমান বাতিল দিল্লিতে

মাঘের শীত বাঘের গায়ে। পৌষের শেষ অর্ধে বেমালুম গায়েব হয়ে গেলেও মাঘ মাসের প্রথম দিন থেকেই জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যজুড়ে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় ধারাবাহিকভাবে কমবে তাপমাত্রার পারদ। এদিন সকালের দিকে কুয়াশা থাকলেও বেলায় রোদ বাড়ার সঙ্গে কনকনে ঠাণ্ডা টের পেয়েছেন শহরবাসী। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি রয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি বা তারও নীচে নামতে পারে। পাল্লা দিয়ে পারদ নামছে উত্তরবঙ্গেও। শনিবার কালিম্পঙের তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিঙের তাপমাত্রা ৪.২ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহের প্রথম থেকেই ঘন কুয়াশার দাপট রয়েছে উত্তরবঙ্গে। ডুয়ার্স, জলপাইগুড়ি ও দার্জিলিং-সহ একাধিক জায়গায় পরিস্থিতি এখনই বদলের সম্ভাবনা নেই। তবে ঘূর্ণাবর্তের জেরে সোমবার থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে মৌসমভবন। 


উত্তর-পশ্চিম ভারতেও জাঁকিয়ে বসছে শীত। প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবারে সকালে শ্রীনগরের তাপমাত্রা - ৮.২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঠান্ডা পড়তেই রাজধানী দিল্লিতে ফের শুরু ঘন কুয়াশার দাপট। এর জেরে বাতিল হয়েছে একাধিক ট্রেন ও বিমান। পাল্লা দিয়ে কমেছে তাপমাত্রাও। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের কোনও কোনও জায়গায় আগামী তিনদিন কোল্ড ডে-র মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জারি হয়েছে সতর্কতা।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.