ডোমজুড় ছাড়া বাংলার কোথাওই দাঁড়াব নাঃ রাজীব

'নির্বাচনে দাঁড়াতে হলে তিনি ডোমজুড় কেন্দ্র থেকেই দাঁড়াবেন। আর কোথাও নয়।' মঙ্গলবার এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ডোমজুড়ের সলপে একটি রক্তদান শিবিরে অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তাঁর দাবি, 'প্রজাতন্ত্র দিবসে সাক্ষী রেখে বলছি, মানুষের সঙ্গে আমার এত সম্পর্ক রয়েছে। আমি ডোমজুড়ের বাইরে বাংলার কোথাও থেকেই দাঁড়াব না। আমি ডোমজুড়েই দাঁড়াব। ' 

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। গত ২১ জানুয়ারি বনমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি৷ এরপরেই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে ডোমজুড় থেকে লড়ার চ্যালেঞ্জ করেন।  তবে তিনি বিজেপি যোগ দিচ্ছেন কিনা তা নিয়ে জল্পনা জারি রেখেই তিনি বলেন, 'ডোমজুড়ের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক৷ আগামী দিনে ডোমজুড়ের মানুষ বুঝিয়ে দেবে কে তাঁদের পরিবারের সদস্য আর কে বাইরের লোক।' খাতায় কলমে রাজীব বন্দ্যোপাধ্যায় এখনও তৃণমূলের সদস্য। বিধায়ক পদও ছাড়েননি। ৩১ জানুয়ারি অমিত শাহের সফরেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে৷ 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post