হাওড়ার তৃণমূলের মিছিলে অরূপ-প্রসুন, নেই রাজীব-বৈশালি

রবিবার হাওড়ায় ছিল শাসকদলের হাইভোল্টেজ কর্মসূচি। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করল তৃণমূল কংগ্রেস। এটি গত বৃহস্পতিবার বিজেপির দিলীপ ঘোষ-অর্জুন সিংয়ের মিছিলের পাল্টা কর্মসূচি বলেই জানা যাচ্ছে। কিন্তু গোষ্ঠীকোন্দলে জেরবার হাওড়া তৃণমূলের এই মিছিলের দিকে তাঁকিয়ে ছিল বাংলার রাজনৈতিক মহল। কে কে মিছিলে হাঁটবেন, কে বা কারা এড়িয়ে যাবেন এই নিয়েই দিনভর জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে রবিবাসরীয় বিকেলে তৃণমূলের মেগা মিছিল পাশাপাশি হাঁটলেন মন্ত্রী অরূপ রায় এবং হাওড়ার সাংসদ প্রসুন বন্দ্যোপাধ্যায়। যিনি দিন কয়েক আগেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। এমনকি অরূপ রায়ের বিরুদ্ধেও চড়িয়ে ছিলেন সুর। কিন্তু রবিবার দেখা গেল তিনি যোগ দিয়েছেন দলীয় মিছিলে।

 কিন্তু হাওড়ার আরেক প্রভাবশালী তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় যথারীতি গড় হাজির দলীয় কর্মসূচিতে। এমনকি ছিলেন না বালির বিধায়ক বৈশালি ডালমিয়াও। তিনিও কয়েকদিন ধরেই সুর চড়াচ্ছেন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে। ছিলেন না সদ্য পদত্যাগ করা লক্ষ্ণীরতন শুক্লাও। তাঁদের অনুপস্থিতি নিয়ে মন্ত্রী অরূপ রায়ের ব্যাখ্যা, সবাইকেই আমন্ত্রণ করা হয়েছে। দলের কর্মীরা দলের সম্পদ। কর্মীরাই সাংসদ, বিধায়ক বানায়। সবমিলিয়ে হাওড়া জেলায় তৃণমূলের ফাটল আবারও প্রকাশ্যে চলে এল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post