আজ রাজ্যে আসছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ

আজ রাজ্যে আসছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। বুধবার বিকেলেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবে করোনা ভ্যাকসিনের আরও ৬ লক্ষ ৯৯ হাজার ডোজ। প্রসঙ্গত, গত সপ্তাহের শনিবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণ। পশ্চিমবঙ্গেও টিকা দেওয়া হচ্ছে প্রথম সারির করোনা যোদ্ধা- নার্স, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। এদিকে প্রথম দফায় কেন্দ্র প্রয়োজনের তুলনায় কম ভ্যাকসিন পাঠিয়েছে বলে অভিযোগও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে করোনা যোদ্ধাদের বাদ দিয়ে রাজনৈতিক নেতাদের ভ্যাকসিন নেওয়ার মতো কিছু বিক্ষিপ্ত ঘটনাও সামনে এসেছে। তা নিয়ে বহু বিতর্কও হয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এদিন বিকেল ৪ টের সময় কলকাতায় পৌঁছবে ভ্যাকসিন। প্রথম ডোজের মতো বাগবাজার সেন্ট্রাল মেডিকেল স্টোরেই প্রথমে সেগুলিকে জমা রাখা হবে। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বন্টনের পর বালিগঞ্জ ভ্যাকসিনেশন সেন্টারে বাকি ডোজ জমা রাখা হবে। প্রথম পর্যায়ে ৯৩,৫০০ ডোজ এসেছিল। জানা গিয়েছে, প্রথম ও দ্বিতীয় দফায় মোট ৬ লক্ষ স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে।    

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post