ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় ধূপগুড়িতে মৃত ১৪

ভয়াবহ দুর্ঘটনা ধূপগুড়িতে প্রাণ হারিয়েছেন ১৪ জন। আহত কমপক্ষে ২৫। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের জলঢাকা ব্রিজের কাছে একটি বোল্ডার বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তিনটি ছোটগাড়ির। দুটি গাড়ি বোল্ডার বোঝাই ট্রাকের নীচে চাপা পড়ে। সকলকে প্রথমে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত ১১জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মৃতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। তাঁরা ময়নাগুড়ির চূড়াভাণ্ডার, রানিরহাট মোড় এবং মালবাজারের ডামডিম এলাকার বাসিন্দা। তবে মৃতদের সকলের পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে কনেপক্ষের আত্মীয়রা এই দুর্ঘটনায় পড়েন। পুলিশ জানিয়েছে, রাস্তা ফাঁকা থাকায় উল্টো দিকের লেন ধরেই গাড়িগুলো যাচ্ছিল। সে সময় সঠিক লেন ধরেই উল্টো দিক থেকে ১০ চাকার একটি পাথরবোঝাই ডাম্পার ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। তখনই মুখোমুখি সংঘর্ষ হয় গাড়ি তিনটির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাম্পারের সামনে একটি লরিটিকে ওভারটেক করার সময়ই উল্টো লেন ধরে আসা কনেযাত্রীর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ডাম্পারটির।  ডাম্পারটি ময়নাতলির দিকে যাচ্ছিল। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.