মোদির সফর ঘিরে কড়া নিরাপত্তা শহরে

নেতাজির জন্মদিনে রাজ্যে শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আসার আগে শুক্রবার থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ন্যাশনাল লাইব্রেরির রেসকোর্স সংলগ্ন এলাকা নিজেদের প্রোটোকলের আওতায় নিয়ে নিয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ, এসপিজি। অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে এরিয়া ম্যাপিং, স্নিফার ডগের সাহায্যে রেইকি করেছে তারা গোটা এলাকা। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে তৎপর এসপিজি। বাইরে থেকে যাতে দেখা না যায় সেভাবে গোটা ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্ডেন চত্বর মুড়ে ফেলা হয়েছে সাদা কাপড়ে।

প্রায় ২ হাজারর বেশি পুলিশকর্মী মোতায়েন করা হবে। নজরদারি চালাতে ব্যবহার করা হবে ড্রোন। শহরে শুরু হয়েছে নাকা চেকিং। যে জায়গায় প্রধানমন্ত্রী যাবেন তার পাশে রাখা থাকবে স্যান্ডবাঙ্কার। থাকবে কুইক রেসপন্স টিমও। ওইদিন ন্যাশনাল লাইব্রেরিতেও নেতাজি সংক্রান্ত অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে মোদির।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post