অবশেষে মন্ত্রিত্ব ছাড়লেন রাজীব

শুভেন্দু অধিকারী, লক্ষ্মীরতন শুক্লার পর এবার মন্ত্রিত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছেও তিনি চিঠি পাঠিয়েছেন।  এই নিয়ে সাম্প্রতিকালে তিনজন মন্ত্রিত্ব ছাড়লেন। পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ২৭ নভেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। তিনি যোগ দেন বিজেপিতে। লক্ষ্মীরতন খেলার জন্য মন্ত্রিত্ব ছাড়ছেন বলে জানিয়েছেন। মন্ত্রিত্ব ছাড়লেও এখনও পর্যন্ত বিধায়ক পদ ছাড়েননি রাজীব। এখনও তৃণমূলেই রয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরেই বিতর্কিত নানা মন্তব্য করে চলছিলেন হাওড়ার উলুবেড়িয়ার বিধায়ক রাজীব। দলের কাজে তাঁর অসন্তোষ প্রকাশ্যেই বলছিলেন তিনি। এমনকী, ফেসবুক লাইভেও তাঁর নানা কথা জল্পনায় ইন্ধন দিয়েছে। বলেছিলেন, ধৈর্যচ্যুত হইনি, কিছুটা হলেও মানুষের পাশ থেকে সরে গেছে দল। তাতে বেশ বিব্রত হতে হয়েছে তৃণমূলকে। তারপর থেকেই জল্পনা বাড়ে তাঁর ভবিষ্যতের পদক্ষেপ নিয়ে। তাঁকে বোঝাতে দলের তরফেও চেষ্টা করেন পার্থ চট্টোপাধ্যায়। প্রশান্ত কিশোরের সঙ্গেও কথা হয়েছিল তাঁর। হাওড়া ও কলাকতায় কাঁর নামে পোস্টার-ফেস্টুনও দিয়েছিলেন তাঁর অনুগামীরা। অবশেষে পদত্যাগই করলেন রাজীব। শুভেন্দুর মতো তিনিও বিজেপিতে যোগ দেবেন কিনা তা বলেননি তিনি। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এমনটাই প্রত্যাশা করছিলেন তাঁরা। রাজীব মন্ত্রিসভার বৈঠকে যাচ্ছিলেন না। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। দলে থেকেও কোনও কাজ করছিলেন না। অন্যদিকে, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েই রেখেছিলেন। 



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post