তৃণমূল ছেড়ে এবার বিজেপিতে শান্তিপুরের বিধায়ক

বিধানসভা ভোটের আগে ফের ভাঙন দেখা দিল তৃণমূল শিবিরে। আর ভোট যতই এগিয়ে আসছে ততই দলবদলের বাজার জমে উঠছে। এবার শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্য যোগ দিলেন বিজেপিতে। বুধবারই তিনি দিল্লিতে গিয়ে বিজেপির ঝান্ডা হাতে তুলেছেন।  উল্লেখ্য, অরিন্দম ভট্টাচার্য খাতায় কলমে এখনও কংগ্রেসের বিধায়ক। ২০১৬-র ভোটে তিনি কংগ্রেসের টিকিটেই জিতে বিধায়ক হয়েছিলেন। হারিয়েছিলেন   তৃণমূল প্রার্থী অজয় দে-কে। এরপর এক বছরের মাথায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। 

এবার বিধানসভা নির্বাচনের মাস কয়েক আগেই পদ্ম শিবিরে যোগ দিলেন কয়েকদিন ধরেই বেসুরো গাওয়া যুব নেতা তথা বিধায়ক। বিজেপির পতাকা হাতে তুলে নেওয়ার পর অরিন্দম ভট্টাচার্য বলেন, ‘বাংলায় শুধু ব্যক্তি আক্রমণের রাজনীতি হচ্ছে। বাংলা বললেই দুর্নীতির ছবি উঠে আসে। বেকারদের হাতে কাজ নেই। এর বদল হওয়া প্রয়োজন। বাংলার উন্নয়ের জন্যই কংগ্রেস ছেড়েছিলাম। কিন্তু কাজ হচ্ছে না দেখেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ স্লোগানে বিশ্বাস রাখছি’। পাশাপাশি শোনা যাচ্ছে ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদারও যোগ দিতে চলেছেন বিজেপিতে। তিনি শোভন চট্টোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে যাচ্ছেন বলেই সূত্রের খবর।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post