তুলাসেনথিরাপুরমে আজ উৎসব

আজ উৎসব তুলাসেনথিরাপুরমে। সকাল থেকেই ঘরে ঘরে তৈরি হচ্ছে মিষ্টি, বানানো হচ্ছে প্রথাগত মুরুক্কু। বিশেষ প্রার্থনা চলছে মন্দিরে মন্দিরে। সেজে উঠেছ রাস্তাঘাট। আজ গাঁয়ের মেয়ে কমলা হ্যারিস শপথ নেবেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে। আজ স্থানীয় শ্রী ধর্মসস্থ মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ পুজোর। তারপর পোড়ানো হবে বাজি, বিলি করা হবে লাড্ডু।

তামিলনাড়ুর নাগাপট্টিনামের এই গ্রাম কমলার মায়ের গ্রাম। গাঁয়ের এক মহিলা শিবরঞ্জনী জানাচ্ছেন, কমলাদি আজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। এতে সবাই খুব খুশি। এ গ্রামের মেয়েদের তিনি উৎসাহিত করলেন। বৃদ্ধ রাধাকৃষ্ণনের ভাষায়, এটা উৎসবেরই সময়। তিনি নিজেও পুজো দিয়েছেন কমলার নামে। 

মন্দিরের দেওয়ালেও খোদাই রয়েছে কমলার নাম। তাঁর আত্মীয়েরা কমলার নামে ২০১৪ সালে পাঁচহাজার টাকা দান করেছিলেন। সেই দানের অঙ্কও রয়েছে তাতে। কমলার মামা-মামী ডা. সরলা গোপালন আর ডা. গোপালন বালচন্দ্রন তাঁকে শুভেচ্ছা জানাবেন দিল্লি আর চেন্নাই থেকে। করোনার জন্য কমলার শপথে আমেরিকায় যেতে পারেননি তাঁরা। 

গ্রামে কমলার নামে মন্দিরের পাশেই একটি মিনি বন তৈরি করা হচ্ছে। সেখানে গাছ লাগানো হবে কমলাকে মনে রেখে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post