আজ নন্দীগ্রামে পাল্টা সভা শুভেন্দুর, পুরুলিয়ায় মমতা

সোমবারই তাঁর খাস তালুক নন্দীগ্রামে জনসভা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘন্টার ব্যবধানে নন্দীগ্রামের হেড়িয়াতে পাল্টা সভা করছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে সোমবার নন্দীগ্রামের পর মঙ্গলবার পুরুলিয়ায় সভা করবেন তৃণমূল নেত্রী। বাংলায় ভোট যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সভা-পাল্টা সভায় জমে উঠেছে বাংলার ভোট প্রচার। সোমবারই নন্দীগ্রামের জনসভা থেকে তৃণমূল নেত্রী কার্যত নিজেকেই প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। যেখানে এতদিন তৃণমূল প্রার্থী তথা বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী। এবার তিনি বিজেপি শিবিরে, ফলে সেই ফাঁকা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভোটে লড়বেন। আর এই ঘোষণার পরই হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু। তিনি তৃণমূল নেত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, ‘মাননীয়াকে হাফ লাখ ভোটে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব’। 

পাশাপাশি শুভেন্দু আরও জানিয়েছেন মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রতিটি বক্তব্যের প্রমাণ সহ জবাব দেবেন। ফলে এদিন নন্দীগ্রামের হেড়িয়াতে শুভেন্দু কী জবাব দেন তার দিকেও তাঁকিয়ে বাংলার রাজনৈতিক মহল। অপরদিকে মঙ্গলবার দুপুর একটা নাগাদ পুরুলিয়ার হুটমুড়ার ফুটবল ময়দানে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সভা ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে পুরুলিয়া জেলা জুড়ে। জঙ্গলমহলে গত লোকসভা ভোটে ভালো ফল করেনি তৃণমূল। তাই বিধানসভা নির্বাচনের আগে থেকেই বারবার ছুটে গিয়েছেন জঙ্গলমহলে। এবার নির্বাচনি প্রচারে আসছেন। ফলে তিনি কা বলেন সেটা শোনার অপেক্ষায় রাজ্যবাসী। অন্যদিকে গতকালই দক্ষিণ কলকাতায় র‍্যালি করেন শুভেন্দু-দিলীপ। ওই  র‍্যালিতে ইটবৃষ্টির অভিযোগে উত্তেজনা ছড়ায়। এবার সেই একই রুটে মঙ্গলবার মিছিল করছে তৃণমূল কংগ্রেস। টালিগঞ্জ ট্রামডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত হবে তৃণমূলের মিছিল। থাকবেন অরূপ বিশ্বাস, মালা রায়, শোভনদেব চট্টোপাধ্যায়রা। মিছিল শেষে হাজরা মোড়ে একটি জনসভাও হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post