শেষমুহূর্তে সফর বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর জানা গিয়েছিন অমিত বদলে আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দুপুরে জানা গিয়েছেস আসতে পারছেন না রাজনাথও। তাঁর জায়গায় আসবেন স্মৃতি ইরানি। হাওড়ার ডুমুরজলায় স্মৃতিই হবেন প্রধান বক্তা। তবে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, শাহ আসতে না পারলেও তিনি ভার্চুয়াল বক্তৃতা করবেন। তবে শনিবারের ঠাকুরনগরে শাহর মতুয়া মহাসংঘের সভা বাতিল হয়েছে। তাতে মতুয়াদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিজেপি নেতা মুকুল রায় সেখানে গিয়ে জানান, অমিত শাহ যে কোনওদিন ঠাকুর নগরে আসতে পারেন। প্রয়োজনে ৪৮ ঘণ্টার নোটিশেও আসতে পারেন তিনি। নাগরিকত্ব আইন নিয়ে শাহ কী বলেন তারই অপেক্ষা রয়েছেন মতুয়ারা।
আসছেন না রাজনাথও, ডুমুরজলায় আসছেন স্মৃতি ইরানি
0
January 30, 2021
Tags
Thank You for your important feedback