গ্রামীণ শব্দ বাঁচাতে আইন

পাখপাখালির কিচিরমিচির। পশুখামারে পশুদের নানধরনের ডাক। ক্রমেই হারিয়ে যাচ্ছে শহুরে আগ্রাসনে। অথচ এগুলোই শ্রবণেন্দ্রিয়ের ঐতিহ্য। এগুলো বাঁচিয়ে রাখতে আলাদা আইন এনেছে ফ্রান্স। গ্রামীণ জীবনের দৈনন্দিন কাজকর্ম বাঁচিয়ে রাখতে, শান্তির জন্য গ্রামে আসা নতুনদের হাত থেকে এই গ্রাম্য শব্দাবলি বাঁচাতে এই আইন। 

গত বৃহস্পতিবার ফরাসি সিনেটররা এই আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। গ্রামের মানুষ আর ছুটি কাটাতে যাওয়া পর্যটক, এমনকী গ্রামে নতুন আসা বাসিন্দাদের মধ্যে একাধিক সংঘাতের পর এই আইনের কথা ভাবা হয়েছে। ২০১৯ সালে একটা দুরন্ত মোরগ মরিস খবরের শিরোনামে এসেছিল। গ্রামে হলিডে হোম কিনে আসা নতুন এক পরিবার তার ডাককে স্তব্ধ করতে চেয়েছিল। মোরগের ডাকে তাদের ঘুম ভেঙে যায়, এমনই অভিযোগ ছিল। আদালতে জিতে যায় মরিসই। 

ফরাসি মন্ত্রী জোয়েল জিরাউ বলেছেন, গ্রামে থাকতে হলে এইসব উপদ্রব তো সইতেই হবে। গরুর গলার ঘণ্টা, ফড়িংদের কিচমিচ, সকালে মাঠে যাওয়া ট্র্যাক্টরের আওয়াজ। এগুলি সবই এখন ফরাসি পরিবেশ আইনের আওতায় আসবে। সবই এখন ঐতিহ্যের। এখন সরকারি অফিসারদের কাছেও এটি গ্রাম্য বিবাদ মেটাতে হাতিয়ার হবে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post