রোজভ্যালি কান্ডে জামিন এসভিএফ কর্ণধার শ্রীকান্ত মোহতার

১৭ মাস পর জামিন পেলেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতা। ২০১৯ সালে রোজভ্যালির আর্থিক তছরুপ কাণ্ডে গ্রেফতার করা হয় তাঁকে। সিবিআইয়ের তরফে জানানো হয়, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে ওই সংস্থার ব্যানারে সিনেমা প্রযোজনার জন্য ২৫ কোটি টাকার চুক্তি করেন শ্রীকান্ত। চিটফান্ড কাণ্ডে গ্রেফতারির পর গৌতম কুণ্ডু তাঁর বিরুদ্ধে সেই চুক্তিভঙ্গের অভিযোগ আনেন। তিনি দাবি করেন, প্রায় সাত কোটি টাকা ফেরত দেননি শ্রীকান্ত।  সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআই বেশ কয়েকবার জেরা করে তাঁকে। কিন্তু  প্রয়োজনীয় নথি না পেয়ে এবং বক্তব্যে অসঙ্গতির কারণে সিবিআই গ্রেফতার করে শ্রীকান্ত মোহতাকে।

আর্থিক তছরুপের মামলায় ওড়িশায় ভুবনেশ্বরের জেলে ১৭ মাস বন্দি ছিলেন তিনি। বেশ কয়েকবার অসুস্থও হন ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার। বন্দি অবস্থাতেই টাকা ফেরত দিতে চেয়ে ও জামিনের জন্য এর আগে প্রায় তিনবার ওড়িশা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন শ্রীকান্ত মোহতা। শেষপর্যন্ত সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি। অবশেষে এদিন শর্তসাপেক্ষে তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.