ভারত থেকে ব্যবসা গুটিয়ে চলে যাচ্ছে টিকটক



ভারত থেকে ব্যবসা গুটিয়ে চলে যাচ্ছে চিনা অ্যাপ কোম্পানি টিকটক। তাদের সোশাল মিডিয়া সংস্থা বাইটড্যান্স জানিয়েছে, এদেশে তাদের পরিষেবার ওপর ক্রমাগত যেভাবে নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে, তাতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে তারা। টিকটকের গ্লোবাল ইন্টারিম হেড ভানিসা পাপ্পাস ই মেলে জানিয়েছেন, তারা কর্মীসংখ্যা কমাবে। এর ফলে ভারতে কর্মরত সব কর্মচারীর ওপর প্রভাব পড়বে। 

ভারতে তাদের আবার ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে কোনও একদিন তারা ফিরতেও পারেন। বুধবার টিকটক কোম্পানি নিজেদের কর্মীদের সঙ্গে বৈঠকে ভারতের ব্যবসা বন্ধ করার কথা জানিয়েছে। তাদের মুখপাত্র জানিয়েছেন, ২৯ জানুয়ারি ভারত সরকার যা যা নির্দেশ দিয়েছিল, তাঁরা অক্ষরে অক্ষরে সেসব পালন করছেন। স্থানীয় আইনকানুন তারা মেনে চলেছেন। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post