এবার ডোমজুড়ে পাল্টা সভা করবে তৃণমূল

বিজেপির মেগা যোগাদান মেলার পরই তড়িঘড়ি অাসরে নামল শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার ডোমজুড়েই পাল্টা সভা করতে চলেছে রাজ্যের শাসকদল। উল্লেখ্য, রবিবার ডোমজুড়ে বিজেপির সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একের পর তোপ দাগেন সদ্য দলত্যাগী প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। চাঁচাছোঁলা ভাষায় রাজ্য সরকার ও তৃণমূল সুপ্রিমোকে অাক্রমণ করেন অমিত শাহ থেকে স্মৃতি ইরানিও। হাওড়া তৃণমূলশূন্য হবে বলেও হুঁশিয়ারি দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এরপরই ড্যামেজ কন্ট্রোলে নামে তৃণমূল। অাগামী ৭ জানুয়ারি ডোমজুড়েই সভা করবে বলেই জানিয়ে দেয় তাঁরা। রাজ্যের মন্ত্রী তথা হাওড়ার প্রভাবশালী তৃণমূল নেতা অরূপ রায় অসুস্থ শরীরে নিয়েই এদিন সাংবাদিক সম্মেলন করেন।
প্রসঙ্গত রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া সহ একাধিক হেভিওয়েট নেতার বিজেপিতে যোগদানের পর হাওড়ায় কিছুটা কোনঠাসা তৃণমূল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে নিজেদের পায়ের নীচের জমি কতটা শক্ত অাছে তা যাচাই করতেই এই পাল্টা সভা। বলা যেতেই পারে, বিধানসভা নির্বাচনের অাগে ডোমজুড় থেকেই শুরু হয়ে গেল শাসক-বিরোধীর শক্তি প্রদর্শনের লড়াই। এদিন সশরীরে উপস্থিত না থাকতে পারলেও ভার্চুয়াল ভাবে সভায় যোগ দেন অমিত শাহ। সেখান থেকেই বাংলায় পদ্ম ফোটানোর ডাক দেন তিনি। তবে ৭ তারিখ তৃণমূলের সভায় তাঁর পালটা হিসেবে খোদ মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অাসরে নামবেন কিনা সেদিকেই অপেক্ষা করছে রাজনৈতিক মহল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post