জাতীয় সঙ্গীতে ভুল, বিজেপিকে কটাক্ষ-টুইট অভিষেকের

হাওড়ার ডুমুরজলায় বিজেপির সভায় জাতীয় সঙ্গীত ভুল গেয়েছেন বিজেপি নেতারা। রবিবার টুইট করে এমনই অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘যাঁরা জাতীয়বাদ ও দেশপ্রেমের কথা প্রচার করে বেড়ায়, তাঁরা জাতীয় সঙ্গীত নির্ভুলভাবে গাইতে পারে না’। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, ‘দেশবিরোধী এই কাজের জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহরা ক্ষমা চাইবেন?’ যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতা তথা দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি পাল্টা প্রশ্ন তোলেন, ‘মঞ্চে দাঁড়িয়ে এতগুলি মানুষ একযোগে জাতীয় সঙ্গীত ভুল গাইছেন, এটা বিশ্বাসযোগ্য নয়। জাতীয় সঙ্গীত নিয়ে রাজনীতি করা লজ্জানক’। তিনি আরও বলেন, মঞ্চে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সহ রাজ্য সভাপতি এবং এতজন শীর্ষ নেতা ছিলেন। সকলেই এক ভুল করবে? এটা মেনে নেওয়া যায়না। কেউ প্রশ্ন তুললেন না, উনিই (অভিষেক) একমাত্র খেলায় করলেন। 


রবিবারই ছিল হাওড়ার ডুমুরজলায় বিশাল সভা করে বঙ্গ বিজেপি। এই সভা তথা যোগদান মেলায় তৃণমূল থেকে প্রচুর নেতা-কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। সভায় সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা শেষেই গাওয়া হয় জাতীয় সঙ্গীত। তৃণমূল যুব সভাপতির অভিযোগ, ওই সময়ই ভুলভাবে গাওয়া হয়েছে জাতীয় সঙ্গীত। যা নস্যাৎ করে দিচ্ছেন বিজেপির বঙ্গ নেতৃত্ব।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post