মাঝ নদীতে নৌকায় নাচানাচি, বাঁধা দিতে গিয়ে মার খেল পুলিশ

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কুমিরমারি বাজারের পুলিশ ক্যাম্পে সোমবার সকালে আচমকাই চড়াও হন এলাকার মানুষজন। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মী গাজি মুস্তাফা সহ দুই কনস্টেবলকে বেধড়ক মারধোর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় মোট চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত দশটা নাগাদ কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেই মাঝনদীতে একদল পর্যটক মদ্যপ অবস্থায় নাচানাচি করছিলেন। রাতে নদীতে টহলদারির সময়, পুলিশকর্মীরা তা দেখেন। সুন্দরবন কোস্টাল থানার এএসআই গাজি মোস্তফা সেখানে গিয়ে নাচানাচি বন্ধ করতে বলেন। সেই সময় পর্যটক ও লঞ্চের কর্মীদের সাথে বচসা হয় পুলিশের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণেও চলে আসে বলে দাবি পুলিশের। 

এরপর সোমবার আচমকাই কুমিরমারি পুলিশ ক্যাম্পে আক্রমণ করেন গ্রামবাসীরা। এএসআই গাজি মোস্তফা সহ তিনজনকে বেধড়ক মারধোর করা হয়। গুরুতর জখম অবস্থায় গাজি মোস্তফা ভর্তি ছোট মোল্লাখালি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। গ্রামবাসীদের অভিযোগ, ওই পুলিশকর্মী রবিবার রাতে লঞ্চের কর্মীদের মারধোর করেছেন। এমনকী টাকাও চেয়েছিলেন। কুমিরমারি পুলিশ ক্যাম্পে তদন্তে আসেন মহকুমা পুলিশ আধিকারিক। সোমবার রাত থেকেই পুলিশ ক্যাম্পে হামলায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সন্দেহজনক কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর থেকেই এলাকা থমথমে, রয়েছে পুলিশ পিকেট। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.