মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষঃ সৌমিত্র খাঁ

একুশের লড়াইয়ে বিজেপি জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী? এটাই এখন রাজ্যবাসীর কাছে লাখ টাকার প্রশ্ন। যদিও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এখনও বাংলার বিধানসভা ভোটে 'মুখ্যমন্ত্রীর মুখ' হিসেবে কাউকে তুলে ধরছে না। অমিত শাহ বা জেপি নাড্ডা বারেবারেই এই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন।
এবার এই বিষয়টি কার্যত স্পষ্ট করলেন বিষ্ণপুরের বিজেপি সাংসদ তথা বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। তিনি কোনও রাখঢাক না রেখেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল ভাঙবে। মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সংসার করেননি। আমার দৃঢ় বিশ্বাস উনি একদিন মুখ্যমন্ত্রী হবেন। তিনিই রাজ্য চালাবেন’। সোমবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে যুব মোর্চার এক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে এই মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। এরপরই চরম অস্বস্তিতে পড়েন বিজেপির শীর্ষ নেতৃত্ব। কারণ একুশের লড়াইয়ে কে হবে মুখ্যমন্ত্রী মুখ, সেই ব্যাপারে কৌশলগতভাবেই আড়াল করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বেশ কয়েকটি নাম সামনে এলেও কোনওটিতে শিলমোহর দেননি দিল্লির বিজেপি নেতারা। তবে এবার দিলীপ ঘোষকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী বলে শীর্ষ নেতৃত্বের সেই গেমপ্ল্যান ভেস্তে দিলেন এই যুব নেতা, এমনই মত রাজনৈতিক মহলের। উল্লেখ্য, এর আগে রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একবার বলেছিলেন, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন এখানকার কোনও ভূমিপুত্র। দিল্লি থেকে চাপিয়ে দেওয়া হবে না কাউকে। এবার সৌমিত্র খাঁ দিলীপ ঘোষের নাম সামনে নিয়ে এলেন। ফলে বিজেপি সাংসদের এহেন দাবি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.