দুর্গাপুরে তৃণমূল কর্মীকে গুলি

দুর্গাপুরের এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি। মঙ্গলবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের অণ্ডালে। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত  শুরু করেছে অণ্ডাল থানার পুলিশ।

জানা যায়, মঙ্গলবার রাত ১০ টা নাগাদ সিঁদুলিতে তৃণমূলের কার্যালয় থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন লক্ষ্মণ কেয়ট (৪০) নামে ওই ব্যক্তি। সেই সময় আচমকাই দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা করে। অভিযোগ, তাঁকে লক্ষ করে গুলি ছুঁড়তে থাকে দুষ্কৃতীরা। একটি গুলি  তাঁর পিঠে লাগে। কোনওক্রমে তাদের হাত থেকে পালাতে সক্ষম হন ওই তৃণমূল কর্মী। তবে বাইক নিয়ে কিছু দূর এগোলেও মাটিতে পড়ে যান লক্ষণ কেউট। এদিকে গুলির আওয়াজ পেয়ে স্থানীয়রা চলে আসতেই চম্পট দেয় আততায়ীরা। স্থানীয়রাই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দুর্গাপুরের বেসরকারি একটি হাসপাতালে তাঁকে ভর্তি করেন। কয়লা লোহার কারবারিদের সঙ্গে গন্ডগোলের জেরেই  এই ঘটনা বলে অভিযোগ বিজেপির। তবে এবিষয়ে এখনও কিছু জানায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কে বা কারা এই ঘটনায় যুক্ত তা খতিয়ে দেখছে অণ্ডাল থানার পুলিশ। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.