কোচবিহারে তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার

এক তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। ঘটনাটি ঘটেছে খোলটা মারিচবাড়ি গ্রামপঞ্চায়েত এলাকায়। প্রাথমিক অনুমান, পুরানো শত্রুতা ও পারিবারিক বিবাদের জেরেই এই খুন। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে তদন্ত  শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।  

স্থানীয় সূত্রে খবর, মৃত নধিরাম মন্ডল এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। তিনি পঞ্চায়েতের কোর কমিটির সদস্য ছিলেন। সন্ধ্যায় বাজার থেকে ফিরছিলেন তিনি। সেইসময়ই তাঁর ওপর হামলা হয়। পরে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান স্থানীয়রা। পরিবারের দাবি, পুরোনো পারিবারিক শত্রুতার জেরেই নধিরাম মণ্ডলকে খুন করা হয়েছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। তাঁর নেতৃত্বেই এলাকায় বিজেপি থেকে ১০ জনের তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল। তাঁর খুনের পিছনে এই বিষয়টি থাকতে পারে বলে মনে করছে শাসকদল। ঘটনায় জড়িতদের শাস্তি ও সঠিক তদন্তের দাবি করেছে তৃণমূল। পুন্ডিবাড়ী থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.