বিয়ের পরও প্রাক্তন প্রেমিকের সঙ্গে প্রেমপর্ব চালিয়ে যাচ্ছিল নববধূ। এই অভিযোগে শ্বশুরবাড়ির লোকেরা ২০ বছরের ওই তরুণীকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল। যা নিয়ে মেয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাবা। এরপরই রাগের বশে নিজের মেয়েকেই গুলি করে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। এরপর নিজেই থানায় ফোন করেন এবং নিজেই স্কুটি চালিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন অভিযুক্ত বাবা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জয়সিংহপুরে। অভিযুক্তের নাম চন্দ্রমোহন সিং। তাঁর মেয়ে স্বাতীর বিয়ে দিয়েছিলেন কানপুরের বাসিন্দা নগেন্দ্র সিংয়ের সঙ্গে।
মাত্র কয়েকমাস আগেই বিয়ে হয়েছিল স্বাতীর। কিন্তু বিয়ের পর থেকেই তাঁর পরকীয়া সম্পর্ক নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন শ্বশুরবাড়ির লোকজন। এমনকি গত বৃহস্পতিবার তাঁরা স্বাতীকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। তারপর থেকেই বাপের বাড়ির লোকজনের কাছে কথা শুনতে হচ্ছিল ওই তরুণীকে। মেয়েকে খুনে অভিযুক্ত বাবা চন্দ্রমোহন সিং পুলিশের কাছে দাবি করেছেন, মেয়েকে বারবার বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছাড়তে রাজি ছিল না। ফলে রাগের বশে তিনি নিজের লাইসেন্সড পিস্তল বের করে মেয়েকে গুলি করে ফেলেছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বাতীর। পরে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।
Thank You for your important feedback