দড়ি দিয়েই খাদ থেকে আস্ত ট্রাক টেনে তুলল গ্রামবাসীরা, ভাইরাল ভিডিও

কথায় আছে ‘সবে মিলি করি কাজ, হারি-জিতি নাহি লাজ’। এই আপ্তবাক্যটি আবারও সত্যি হয়ে সামনে এল সোশাল মিডিয়ায়। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যাতে দেখা যাচ্ছে শুধুমাত্র দড়ি ও কয়েকটি বাঁশের সাহায্যে একটি প্রমান সাইজের ট্রাক খাদ থেকে টেনে তুলে ফেললেন গ্রামবাসীরা। কোনও রকম যন্ত্র বা ক্রেন ছাড়াই কয়েকশো মানুষ এই অসাধ্য সাধন করে ফেললেন নিমেষে। 

জানা যাচ্ছে, ভিডিওটি উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ডের কোনও গ্রামের। দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্রাক, রাস্তা থেকে গড়িয়ে সেটি খাদে পড়ে গিয়েছিল। অথচ রাস্তাটি অতি সংকীর্ণ হওয়ার জন্য সেখানে ক্রেন বা ভারী যন্ত্র নিয়ে যাওয়া সম্ভব ছিল না। অগত্যা সামনে আসেন গ্রামবাসীরাই। দড়িদড়া ও বাঁশ নিয়েই আসরে নামেন কয়েকশো গ্রামবাসী। ট্রাকের বিভিন্ন অংশে দড়ি বেঁধে ও কিছু বাঁশের ঠেকনা দিয়ে তাঁরা গভীর খাদ থেকে টেনেই তুলে ফেলেন ট্রাকটি। জানা যাচ্ছে নাগাল্যান্ডের এক বিজেপি নেতা এই ভিডিও সোশাল মিডিয়ায় আপলোড করেন। তবে তিনি জায়গার নাম উল্লেখ করেননি। যদিও ভিডিওটি আপলোড করার পরই সেটি ভাইরাল হয়ে যায়। আর গ্রামবাসীদের এই উদ্যোগ নেটিজেনদের কাছে ব্যাপক প্রশংশিত হয়। অনেকেই বলছেন, একসঙ্গে কাজ করলে অনেক অসাধ্য কাজও সফল হয়। 

দেখুন ভিডিও….




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.