হনুমানের মৃত্যু, গ্রামবাসীরা রাম ভক্তের শ্রাদ্ধানুষ্ঠান করলেন চোখের জলে

রাম নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কিন্তু এরমধ্যেই সেই রাম ভক্ত এক হনুমানের মৃত্যু মিলিয়ে দিল দলমত নির্বিশেষে সকল গ্রামবাসীকে। গ্রামবাসীরা একত্রিত হয়ে মৃত ওই হনুমানের সমাধি দিলেন, এবং সেখানেই আয়োজন করা হল শ্রাদ্ধানুষ্ঠানের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বড়আকনা গ্রামে। জানা গিয়েছে কয়েক দিন আগেই বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয় একটি হনুমান। তাঁকে গ্রামবাসীরা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। হনুমানটিকে প্রানে বাঁচানোর জন্য আপ্রান চেষ্টা চালিয়েছিলেন তাঁরা। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় ওই আহত হনুমানটির। ফলে শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। 

এরপরই গ্রামবাসীরা একত্রিত হয়ে দল-মত-নির্বিশেষে সিদ্ধান্ত নেয় হনুমানের আত্মার শান্তি কামনার জন্য করতে হবে শ্রাদ্ধানুষ্ঠান। যেমন কথা তেমন কাজ, সকলে মিলে চাঁদা তুলে শুরু হয় আয়োজন। বৃহস্পতিবার চোখের জলেই বিদায় জানানো হল হনুমানটির। সমস্ত নিয়ম-নীতি মেনে হরিনাম সংকীর্তণ সহযোগে হনুমানটিকে গ্রামের এক কোনে সমাধি দেওয়া হল। সেখানে সমাধিস্থলও নির্মান করে দেয় গ্রামবাসীরা। এরপর হনুমানটির শ্রাদ্ধানুষ্ঠান হল সমস্ত নিয়মনীতি মেনেই। গোটা গ্রামের মানুষের হনুমানের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষ্যে এক জায়গায় খিচুড়িও খেলেন। এলাকাবাসীর দাবি, একটি হনুমানের মৃত্যু সমস্ত ধর্ম ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে এরসূত্রে মিলিয়ে দিয়েছিল। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post