বাবা হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মা হলেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী অনুষ্কা শর্মা। সোমবার ভারতের বহুচর্চিত স্টার জুটি বিরুষ্কার ঘর আলো করে এল কন্যাসন্তান। আর এই সুখবর নিজেই টুইট করে জানালেন বিরাট কোহলি। টুইটে তিনি লেখেন, ‘আপনাদের খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের একটি কন্যাসন্তান হয়েছে।আপনাদের ভালবাসা ও মঙ্গলকামনার জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্কা ও আমাদের কন্যা ভাল আছে। আমরা দু’জনেই খুব সৌভাগ্যবান যে জীবনের এই অধ্যায় আমাদের দেখার সুযোগ হল। তবে আমার মনে হয় আপনারা নিশ্চয়ই বুঝবেন এই সময় আমাদের কিছুটা ব্যক্তিগত পরিসর জরুরি। সবার কাছ থেকে এ ব্যাপারে সহযোগিতা চাইব’।
— Virat Kohli (@imVkohli) January 11, 2021
এরপরই সোশাল মিডিয়ায় অভিনন্দনের বন্যায় ভেসে যায় বিরাট ও অনুষ্কা। উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরের মাঝেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। ডেলিভারির আগে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই তিনি এই ছুটি নিয়েছিলেন। এই নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে সোমবার কন্যাসন্তান জন্মের খবর দিতেই সমালোচনা পরিবর্তিত হয় অভিনন্দনে।
Post a Comment
Thank You for your important feedback