ISI-এর পাকিস্তানি হানিট্র্যাপ

সম্প্রতি রাজস্থানের জয়সলমির থেকে এক আইএসআই এজেন্টকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই ব্যক্তি গ্রামের প্রাক্তন প্রধানও ছিলেন বলে জানতে পারে পুলিশ। ধৃত ব্যক্তির নাম সত্যনারায়ণ পালিওয়াল। জানা যাচ্ছে, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর চর হিসেবে ওই ব্যক্তি ভারতীয় সেনাবাহিনীর বেশ কিছু তথ্য পাচার করেছিলেন। কিন্তু পুলিশ ওই পাকিস্তানি চরকে জেরা করে আরও চাঞ্চল্যকর তথ্য পেল। 

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রীতিমতো হানিট্র্যাপের ফাঁদ পেতে ভারতে চর নিয়োগ করছে আইএসআই। ধৃতকে জেরা করে এবং তাঁর মোবাইল ফোন ঘেঁটে পুলিশ এই ব্যাপারে নিশ্চিত। জানা যাচ্ছে, রাজস্থানের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এর আগেও কয়েকজন চরকে আটক করেছিল পুলিশ। কিন্তু এবার পুলিশ ও ভারতীয় গোয়েন্দাবাহিনীর সামনে এল আসল তথ্য। জানা যাচ্ছে মধুচক্রের ফাঁদ পেতেই ভারতে চর নিয়োগ করছে পাকিস্তান। এরজন্য সুন্দরী মহিলাদের নিয়োগ করেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। প্রথমে সোশাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট বানিয়ে সাধারণ মানুষদের সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করে ওই মহিলারা। এরপর টার্গেট ব্যক্তিদের সঙ্গে সঙ্গে কথাবার্তা শুরু করতেন পাকিন্তানি মহিলারা। এমনকী তাঁরা নগ্ন হয়েও চ্যাটিং করে প্রলুব্ধ করতেন টার্গেট ব্যক্তিদের। এরপরই ফাঁদে ফেলে তাঁদের কাছ থেকে ভারতীয় সেনার গোপন তথ্য, কৌশলগত অবস্থান জেনে নিত আইএসআই এজেন্টরা। এর আগেও রাজস্থানের বারমের, জলসলমিরের সীমান্তবর্তী গ্রাম থেকে পাকিস্তানি চর গ্রেফতার করা হয়েছে। দিল্লি থেকেও পাকিস্তানি চর ধরা পড়েছে। কিন্তু এবার জানা গেল কীভাবে হানিট্র্যাপের মাধ্যমে তাঁদের ফাঁদে ফেলে বাগে আনতো আইএসআই।  


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.