করোনা টিকাকরণের জন্য তৈরি রাজ্য

গোটা দেশের সঙ্গে এদিন সকাল থেকেই রাজ্যেও শুরু হয়ে গেল করোনর গণ টিকাকরণ। সকাল থেকেই রীতিমতো উৎসবের মেজাজে প্রস্তুত টিকাদান কেন্দ্রগুলি। কলকাতার আইডি, এসএসকেএম, আর জি কর, মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল সহ ২০টি কেন্দ্রে টিকাকরণ হবে। হাওড়া জেলায় জেলা হাসপাতাল ছাড়াও মোট ৮টি কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্যে টিকাকরণ কেন্দ্র ২১২টি। শনিবারের পর টিকা দেওয়া হবে আগামী সোম, মঙ্গল, শুক্র ও শনিবার। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৮ দিন পরে।
এদিন টিকা নেবেন বর্ষীয়ান চিকিৎসকরা। প্রথম দফায় টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের। শনিবার দুপুরে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকা দেওয়ার কাজ পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, টিকাকরণের আগে স্বস্তি মিলেছে রাজ্যের করোনা পরিসংখ্যানে। সামান্য কমেছে দৈনিক সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা।  স্বাস্থ্যদপ্তরের হিসেবে, শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন আক্রান্ত ৬২৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৬৮০। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের, যা আগের দিন ছিল ১৮। এখন সুস্থতার হার রাজ্যে ৯৭ শতাংশ। 



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.