জঙ্গলেও 'বহিরাগত', পোষা হাতিকে মেরে ফেলল জঙ্গলের হাতি

জঙ্গলেও বহিরাগত। ঝাড়খণ্ডের টাইগার রিজার্ভ বেতলা ন্যাশনাল পার্কে কর্নাটক থেকে আসা একটি হস্তিনীকে। দুটি জঙ্গলি হাতি কালভৈরব নামে ওই মেয়ে হাতিটিকে মেরে ফেলে। সোমবার রাতের ঘটনা। পর্যটকদের পিঠে বসিয়ে ঘোরানোর জন্য কালভৈরবকে ২০১৮ সালে মাইশোর থেকে আনা হয়েছিল। 

জানা গিয়েছে, কালভৈরব অসুস্থ ছিল। তাই তাকে শেডের বাইরে খোলা জায়গায় পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছিল। রাতেই দন্তি দুই হাতি কালভৈরবের ওপর হামলা চালায়। পায়ে শিকল থাকায় লড়তে পারেনি সে। পরে শিকলে ভেঙে সে পাল্টা হামলাও চালায়। প্রায় একঘণ্টা এই লড়াই চলে। বহু জায়গায় গাছ উপড়ে যায়। পিষে যায় বেশকিছু গাছও। ভয়ে কোনও বনকর্মী সেদিক মাড়াননি। তারা মশাল জ্বালিয়ে বুনো হাতিদুটিকে তাড়ানোর চেষ্টা করে। হাতি দুটি দাঁত দিয়ে কালভৈরবের পেট চিরে দেয়। তার নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। তারপর দুটি হাতিই ধীরেসুস্থে বেতলা থেকে বেরিয়ে যায়। কালভৈরবের আয়তন বিশাল। তার দুটি দাঁতেরই ওজন এক কুইন্টাল। হস্তিবিশেষজ্ঞরা বলছেন, পোষা হাতিদের জংলি হাতিদের মধ্যে রাখা উচিত নয়।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post