‘প্রস্তুত থাকুন, যে কোনও মুহূর্তে বাঁধতে পারে যুদ্ধ’, চিনা বাহিনীকে জিনপিং

লাদাখের পরিস্থিতি এখনও উত্তপ্ত। এই প্রবল শীতেও সেখানে সেনা মোতায়েন রয়েছে। এই পরিস্থিতিতে ফের একবার উত্তেজনার পারদ চড়িয়ে দিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। সম্প্রতি তিনি চিনা সেনা বাহিনীকে (PLA) নির্দেশ দিয়েছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। সেই সঙ্গে সেনাকর্তাদের ‘কমব্যাট’ ট্রেনিংয়ের উপর জোর দিতেও নির্দেশ দিয়েছেন। হংকংয়ের জনপ্রিয় সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্ট এই খবর ফলাও করে প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিনা প্রেসিডেন্ট লালফৌজকে জানিয়েছেন, ‘যে কোনও মুহূর্তে যুদ্ধ বাঁধতে পারে। প্রস্তুত থাকুন’। 

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চিনা প্রেসিডেন্ট সেনাকর্তাদের আরও নির্দেশ দিয়েছেন, জওয়ানদের যেন নিত্য নতুন অস্ত্র ব্যবহার ও পরিকল্পনামাফিক যুদ্ধের ট্রেনিং দেওয়া হয়। এর জন্য প্রশিক্ষণের আদবকায়দা বদলের অনুমতিও দিয়েছেন তিনি। এমনকি বিভিন্ন বাহিনীকে একযোগে ট্রেনিংয়ের ব্যবস্থাও করতে বলেছেন চিনা প্রেসিডেন্ট। উল্লেখ্য, চিনের প্রেসিডেন্ট পদাধিকার বলে লালফৌজের কম্যান্ডার-ইন-চিফ। ২০২০ সালের মে মাস থেকে পূর্ব লাদাখ সীমান্ত নিয়ে ভারত-চিনের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। এরমধ্যে একবার দুদেশের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও হয়েছে। তাতে ভারতের ২২ জন শহিদ হয়েছিলেন। চিনের বিরুদ্ধে অভিযোগ, কার্যত জোর করে ভারতের জমি দখল করতে চেয়েছিল চিনা বাহিনী। ভারতীয় বাহিনী সেটা প্রতিহত করে। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.