বানতলায় পাইপলাইনের কাজে নেমে মৃত ১ শ্রমিক, গুরুতর আরও দুই

বানতলা চর্মনগরীতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মাটির নীচে পাইপলাইনে আটকে মৃত্যু হল এক শ্রমিকের, দুজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, বানতলা চর্মনগরীতে কেএমডিএ পাইপলাইনের কাজ চলছিল। শুক্রবার সকালে সেখানে তিনজন শ্রমিক মাটির নীচে নেমে কাজ করতে নামেন। সেইসময় কোনওভাবে তাঁরা একটি বড় পাইপের ভিতর আটকা পড়ে যান। দ্রুত খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগে। এরপর প্রায় তিন ঘন্টার চেষ্টার পর দমকলকর্মীরা দুজনকে উদ্ধার করতে সক্ষম হয়। তাঁদের দ্রুত নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর এলাকার একটি নার্সিংহোমে। 

এরপর আরও কিছু সময় পরে আরও একজনকে উদ্ধার করা সম্ভব হয়। যদিও তাঁর কোনও জ্ঞান ছিল না। এরপর তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম শাহিন গাজি। বাকি দুজনের মধ্যে এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনাস্থলে কর্মরত এক শ্রমিকের দাবি, তাঁদের সুরক্ষার জন্য কোনও সুরক্ষা সামগ্রী দেওয়া হয়নি। তাই অরক্ষিত অবস্থায় তাঁদের পাইপলাইন রং করার কাজে নামতে হয়েছিল। শুক্রবার সকালে এই ঘটনায় বানতলা লেদার কমপ্লেক্স এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.