পর্তুগিজ তারকা ফুটবলারের জন্মদিনে মেতে উঠেছে বিশ্বের ফুটবলপ্রেমীরা। তিনি এখন ইতালির বিখ্যাত ক্লাব জুভেন্তাসের স্ট্রাইকার। সম্প্রতি জোসেফ বিকানের রেকর্ড ভেঙে ফুটবল বিশ্বে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন তিনি। রোনাল্ডোকে ‘সর্বকালের সেরা’ খেলোয়াড় হিসেবে অভিহিত করেন তাঁর অনুরাগীরা।
২০০৩ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলার আগে স্পোর্টিং সিপির হয়ে খেলেছেন। ২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর। দেশের হয়ে ১৭০টি গোল করে পর্তুগালের শীর্ষ গোলদাতার তকমা পেয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন ক্লাব ফুটবলে তিনি ৪৬২টি গোল করেছেন। এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন ৮৪টি গোল, রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১টি এবং জুভেন্তাসের হয়ে এখনও পর্যন্ত ৬৭টি গোল করেছেন সিআর সেভেন। ২০০৮ সাল থেকে রোনাল্ডো জাতীয় দলের অধিনায়ক।
রোনাল্ডো পাঁচটি ব্যালন ডি অর, চারটি ইউরোপীয় গোল্ডেন বুট পুরস্কার পেয়েছেন। এছাড়া দুইবার ফিফার বর্ষসেরা ফুটবলারের সম্মান পেয়েছেন সিআর সেভেন।
Thank You for your important feedback