লালকেল্লার তাণ্ডবে দীপ সিধুর সন্ধানে ১ লাখ টাকার পুরস্কার

প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা চত্বরে হিংসাত্মক কাজকর্মে অভিযুক্ত পাঞ্জাবি অভিনেতা দীপ সিধুর সন্ধান দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করল দিল্লি পুলিশ। ওই ঘটনার পর থেকেই দীপ পলাতক। তবে সোশাল মিডিয়ায় সক্রিয় তিনি। দীপের সঙ্গেই আরও তিন অভিযুক্তের সন্ধানে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। আরও ৪ জন, জগবীর সিং, বুটা সিং, সুখদেব সিং ও ইকবাল সিংয়ের সন্ধান দিলে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। 

গত মঙ্গলবারের ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ওইদিন লালকেল্লায় ঢুকে পড়ে একদল বিক্ষোভকারী নিশান সাহিব পতাকা উড়িয়ে দিয়েছিলেন। কৃষকদের ট্র্যাক্টর মিছিল থেকে বেরিয়ে একদল ব্যাপক হাঙ্গামা বাধায়। তাদের থামাতে পুলিশকে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সেই তাণ্ডবের সঙ্গে জড়িত ১২ জনের ফটো প্রকাশ করেছে। বিভিন্ন ভিডিও দেখে তাদের নাম পরিচয় পাওয়া গিয়েছে। তাদের সবার হাতেই লাঠি রয়েছে। কিংবা তারা পুলিশকে আক্রমণ করছে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.