বিজেপির রাজ্য কোর কমিটিতে রাজীব

মঙ্গলবার জরুরি বৈঠকের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীকে দিল্লিতে ডেকে পাঠান। সাথে মুকুল রায় কৈলাশ বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষকেও দিল্লিতে বিশেষ বৈঠকে ডাকা হয়। শেষমুহূর্তে রাজীব বন্দ্যোপাধ্যায়কেও আসতে নির্দেশ দেয় দিল্লির হাইকমান্ড। শোনা যাচ্ছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শুভেন্দু এবং রাজীবকে আরও সক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে যুবশক্তিকে কাজে লাগাতে রাজীবকে সামনের সারিতে নিয়ে আসা হতে পারে। ইতিমধ্যেই দলের কোর কমিটিতে যুক্ত করা হয়েছে রাজীবকে। দলে যোগ দেওয়ার তিনদিনের মাথায় এই পদ পেয়ে খুশি রাজীব বলেছেন, তিনদিনের মধ্যে আমায় এত বড় একটা দায়িত্ব দেওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেল।

বর্তমানে যুবমহলের ভোট দলকে শক্তিশালী করতে বাধ্য। কিন্তু বর্তমানে দায়িত্বে থাকা সৌমিত্র খাঁ এবং শঙ্কুদেব পান্ডার কাজে দল খুশি নয় বলে শোনা যাচ্ছে। সৌমিত্রর বিতর্কিত মন্তব্য দলকে বিপাকে ফেলেছে বারবার এবং শঙ্কুদেব তৃণমূল কংগ্রেসে থাকাকালীনও দলকে বিপাকে ফেলেছিলেন। এছাড়াও নারদ কাণ্ডে তাঁর নাম জড়িয়ে থাকায় অস্বস্তিতে দল। কাজেই এই যুগলকে দিয়ে যুব সংগঠন কতটা চাঙা হবে তাই নিয়ে প্রশ্ন উঠেছে। তাই রাজীবের স্বচ্ছ ভাবমূর্তিকে কাজে লাগাতে চাইছে কেন্দ্রীয় বিজেপি।            


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.