কেন্দ্রীয় বাজেটঃ বসছে ১০০% সেস, বাড়ছে মদের দাম

রাজস্ব থেকে আয় বাড়াতে চেনা পথেই হাঁটল মোদি সরকার। সোমবার কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মদের ওপর সেস বসানোর কথা জানিয়ে দিলেন। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, করোনা অতিমারির জেরে ধুঁকতে থাকা দেশের অর্থনীতিকে চাঙা করতে চেনা কৌশলই নিল কেন্দ্রের বিজেপি সরকার। এদিন বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন, দেশের রাজস্ব আয় বাড়াতে অ্যালকোহলযুক্ত পানীয়ের উপর ১০০ শতাংশ সেস বসানো হবে। ফলে সমস্ত ধরনের মদের দামই বাড়বে। 

প্রসঙ্গত, করোনা অতিমারির জেরে দেশজোড়া লকডাউনে দীর্ঘ কয়েকমাস বন্ধ ছিল মদের দোকান। ফলে দেশের রাজস্ব খাতে বিপুল ক্ষতি হয়েছিল। কিন্তু আনলক পর্বে মদের দোকান খুলতেই ভিড় উপচে পড়েছিল মদের দোকানগুলিতে। ভিড় সামাল দিতে পুলিশকে রাস্তায় নামতে হয়েছিল, বহু জায়গায় লাঠিচার্জও করতে হয়। ফলে সেই ছবিকেই সামনে রেখে মদের ওপর ১০০ শতাংশ সেস বসানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার, এমনটাই অভিমত অর্থনৈতিক মহলের। যদিও লকডাউনের পর মদের দোকান খোলার পর বেশিরভাগ রাজ্যই মদের খুচরো বিক্রির ওপর করের বোঝা চাপিয়েছিল। বিশেষ করে দিল্লি, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, জম্মু ও কাশ্মীর এবং পুদুচেরি রাজস্ব বাড়াতে মদের উপর ৫০ শতাংশ বা তার বেশি কোভিড-সেস বসিয়েছে। পশ্চিমবঙ্গেও মদের ওপর কর বসানো হয়েছিল। এই রাজ্য সহ ঝাড়খণ্ড, রাজস্থান, কেরল ও মেঘালয়ে মদের উপর বসানো হয় ২০-৫০ শতাংশ পর্যন্ত বাড়তি কর। এই প্রেক্ষাপটেই অ্যালকোহলযুক্ত পানীয়ের উপর ১০০ শতাংশ সেস বসানোর কথা ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত দেশের আর্থিক ভিত মজবুত করবে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post