আবারও দুর্ঘটনা মা উড়ালপুলে। এবার গাড়ির ধাক্কায় বাইক সহ উড়ালপুল থেকে নীচে পড়ল যুবক। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সোমবার দুপুরে মা উড়ালপুল দিয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন অরিজিৎ মৈত্র নামে ওই যুবক। মা উড়ালপুলের মাঝামাঝি তাঁর ফোন আসায় তিনি রাস্তার ধারেই বাইক দাঁড় করিয়ে ফোনে কথা বলছিলেন।
সেই সময়ই পিছন থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি তাঁকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই বাইক সহ অরিজিৎ উড়ালপুল থেকে নীচে পড়ে যায়। প্রত্যক্ষ্যদর্শীদের দাবি, মাথায় হেলমেট থাকায় মাথায় চোট পাননি ওই যুবক। তবে হাতেপায়ে ও শরীরে একাধিক আঘাত রয়েছে। আরও জানা যাচ্ছে, তাঁর সঙ্গে একজন যুবতীও ছিলেন। তাঁরও চোট লেগেছে। পুলিশ দুটি গাড়িই আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।
Thank You for your important feedback