কৃষি আইনঃ দিনের মতো সাসপেন্ড রাজ্যসভার ৩ আপ সাংসদ

কৃষি আইন বাতিলের দাবিতে রাজ্যসভার ওয়েলে নেমে স্লোগান দেওয়ায় তিন আপ সাংসদকে সভার বাইরে বের করে দেওয়া হল। বুধবার রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু তাঁদের বাকি দিনের জন্য সভায় আসতে বারণ করেছেন। অধিবেশনও কিছু সময়ের জন্য মুলতুবি করে দেওয়া হয়। এদিন শুরুতেই আপের সঞ্জয় সিং, সুশীলকুমার গুপ্তা ও এন ডি গুপ্তা কৃষি আইন নিয়ে সোচ্চার হন। মঙ্গলবার কৃষি আইন বাতিলের দাবিতে গোলমালে তিনবার মুলতুবি করতে হয় রাজ্যসভা। অন্যদিকে, রাষ্ট্রপতির ভাষণের ওপর বিতর্কে আরও সময় বরাদ্দ করতে একমত হয়েছে সরকার ও বিরোধী দলগুলি। ঠিক হয়েছে, ১৫ ঘণ্টা কৃষি আইন নিয়ে বিতর্ক হবে।

এদিকে রাজ্যসভার চেম্বারের মধ্যে মোবাইলে ছবি তুলে তা সোশাল মিডিয়ায় প্রকাশ করার ওপর নিষেধ জারি করলেন বেঙ্কাইয়া। তাঁর কথায়, কয়েকজন সদস্য সভার মধ্যেই মোবাইল ব্যবহার করে রেকর্ড করছেন। এটা সংসদীয় রীতি বহির্ভূত। এই কাজ সদস্যদের করা উচিত নয়। তাতে সভার অবমাননা হবে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post