ক্রিকেটে একটি আপ্তবাক্য আছে যে জয়ী দলের খেলোয়াড়দের দলে রাখতে হবে। তাই রাখে বিশ্বের যে কোনও দল। কিন্তু জান লড়িয়ে খেলা ৪ খেলোয়াড়দের ইংল্যান্ডের প্রথম টেস্ট থেকে যুক্তিহীনভাবেই বাদ দেওয়া হল। এই কারণে কোনও এক সময়ে ভারতের নির্ভরযোগ্য অলরাউন্ডার দল থেকে বাদ পড়ে নির্বাচকমণ্ডলীকে বলেছিলেন "একদল জোকার।" আজ সে প্রশ্নই উঠে গেল। কোন যুক্তিতে ব্রিসবেনের ৪ লড়াকু খেলোয়াড়দের বাদ দেওয়া হল ? এরা যথাক্রমে মহম্মদ সিরাজ, টি নটরাজন, শার্দুল ঠাকুর এবং নবদীপ সাইনি। এঁরাই জান লড়িয়ে খেলে ভারতের জয় এনে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার মাঠে।
যা জানা যাচ্ছে, বিরাট কোহলি দলে ফিরে নিজের পছন্দের দল বেছে নিয়েছেন। নিশ্চই যাদের নেওয়া হয়েছে তাঁরা কেউ অনুপযুক্ত নন। কিন্তু উইনিং কম্বিনেশন এভাবে ভেঙে দেওয়ার যুক্তি নেই, বলছেন অনেকেই। বাবার মৃত্যুর পর দেশে না ফিরে থেকে গিয়েছিলেন দলের সাথে এবং ব্রিসবেনে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন সিরাজ। নটরাজন তামিলনাড়ুর খেলোয়াড়, তিনি চেন্নাইয়ে বাদ? ঠাকুর এবং সাইনির বিষয়ে একই কথা বলা যায়। আসলে কোহলি তাঁর দাপট ও ক্ষমতা রাখতে এলোমেলো করে দিলেন দলটিকে বলেই ধারণা ক্রিকেটপ্রেমীদের।
Thank You for your important feedback