এসিস ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করার পর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করল এফসি গোয়া। দুইবার পিছিয়ে পড়েও সমতা ফেরাল নর্থইস্ট ইউনাইটেড। দুই দলের টানটান লড়াইয়ের ম্যাচ শেষ হয়েছে ২-২ গোলে।
ম্যাচের শুরু থকেই আক্রমণ প্রতি-আক্রমণে জমে উঠেছিল দুই দলের লড়াই। প্রথম ২০ মিনিটেই একাধিকবার গোলের রাস্তা তৈরি হয়েছিল দুই দলের সামনেই। কিন্তু গোলরক্ষক ও রক্ষণভাগের দক্ষতায় তা প্রতিহত হয়। তবে ২১ মিনিটে রোমারিও জেসুরাজের গোলে এগিয়ে গিয়েছিল গোয়া। ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নর্থইস্টকে সমতায় ফেরান ফেডরিকো। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই এক অপরকে টেক্কা দেয় গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে। ৮০ মিনিটে কর্নার পায় এফসি গোয়া। কর্নার থেকে বাড়ানো বল নর্থইস্ট ইউনাইটেডের ডিফেন্ডার গুরজিন্দরের গায়ে লেগে গোলে ঢুকে যায়। ৮৩ মিনিটে আর একটি পোনাল্টি পায় পাহাড়ের দল। পেনান্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ফের নর্থইস্টকে ম্যাচের সমতায় ফেরান ফেডরিকো। দুই দলই আর কোনও গোলের সুযোগ না পাওয়ায় ম্যাচ শেষ হয় ২-২ গোলেই। ম্যাচ ড্র করে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এফসি গোয়া। সমসংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট পেয়ে গোল পার্থক্যে পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড।
Thank You for your important feedback