১০০ ক্যান্সার রোগীর পাশে অর্জুন কাপুর

এক সময়ে তাঁর পরিচয় ছিল বনি কাপুরের পুত্র এবং অনিল কাপুরের ভাইপো। কিন্তু দ্রুত সিনেমা জগতে এসে নিজের একটা জায়গা করে নিয়েছেন অর্জুন কাপুর। নাম হলে বদনামও হবে সেলেবদের, তাই সলমন খানের প্রাক্তন বৌদি মালাইকার সঙ্গে তাঁর প্রেম এখন বি টাউনে জমকালো খবর। এবারে কিন্তু সুনামের পথেই হাঁটলেন অর্জুন। তিনি তার ইনস্টাগ্রামে ভিডিও করে জানালেন, ১০০ গরিব ক্যান্সার রোগীর পশে তিনি দাঁড়াতে চান। সদ্য তাঁর ছবি 'ভূত পুলিশ'-এর শুটিং থেকে বেরিয়ে তিনি এই রোগীর পাশে দাঁড়ানোর তথা তাদের আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করলেন।

অর্জুন কাপুর জানিয়েছেন, ১০০ ক্যান্সার রোগীর প্রত্যেককে তিনি আপাতত ১ লক্ষ টাকা করে দেবেন, তিনি খবর নিয়ে দেখেছেন এদের কেমোথেরাপি, রেডিওথেরাপি ইত্যাদিতে বিপুল খরচ। ক্যান্সার পেশেন্ট এইড অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়ে অর্জুন এই কাজটি করতে চান।                                 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.