শনিবার দিনভর মাঘ মাস এবং সরকারিভাবে শীতের শেষদিন। ওঠানামার মধ্যেই গেল এবারের শীত। বলতে দ্বিধা নেই মাথার উপর ছাদ থাকলে, শীতকালই মানুষের সবচেয়ে প্রিয় সময়। সারাদিনে মিথ্যে রোদে বসা বা কোথাও বেরিয়ে আসা। একটা সময়ে চিড়িযাখানা থেকে কলকাতার মানুষ ভিড় জমাত কলকাতার ময়দানেও। থাকত পিকনিকের প্রোগ্রাম কিংবা অবশ্যই বইমেলা। করোনা আবহে এবার প্রায় সবই বাদ। বছরান্তে একটা টেস্ট ম্যাচ নিদেন একটা ওয়ান ডে ও নেই এই শীতের মরশুমে। অনেকটা বাড়িতেই ছুটির দিনগুলো কেটে গেল বাঙালির। আবহাওয়া দফতর জানাচ্ছে, আর মোটেই শীত পড়ার সম্ভাবনা নেই কারণ উষ্ণ পূবালী হওয়া আসতে শুরু করেছে, অতএব শীত বিদায়।
Thank You for your important feedback