কয়লা পাচারকাণ্ডে অভিষেকের স্ত্রীকে ‘নোটিশ’ দিল সিবিআই

কয়লা পাচারকাণ্ডে দীর্ঘদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসছিল। তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী কয়লা পাচার কাণ্ডে খুঁজছে সিবিআই। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে সরাসরি জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ ধরাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রবিবার দুপুর ২টো নাগাদ কলকাতায় অভিষেকের বাসভবন শান্তিনিকেতন রেসিডেন্সিতে গিয়ে তাঁকে নোটিশ দেন সিবিআই আধিকারিকরা। জানা যাচ্ছে মাত্র মিনিট ১০ তাঁরা অভিষেকের বাড়িতে ছিলেন। সূত্রের খবর, বাড়ির ভিতরে গিয়েই তাঁরা রুজিরাকে জিজ্ঞাসাবাদের নোটিশ ধরিয়ে এসেছেন সিবিআইয়ের তিন আধিকারিক। এমনকি বাড়িতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানা যাচ্ছে। সূত্রের খবর আগামী মঙ্গলবারই অভিষেকের স্ত্রীকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।

 সিবিআই সূত্রে জানা যাচ্ছে, অভিষেকের স্ত্রী এবং শ্যালিকার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার লেনদেন নিয়েই মূলত জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সূত্রের খবর, একটি অ্যাকাউন্ট লন্ডনের এবং একটি ব্যঙ্ককের। এই দুই অ্যাকাউন্টে নিয়মিত টাকা লেনদেন হত। ইতিমধ্যেই অভিষেকের বাড়ির সামনে নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে। সবমিলিয়ে বিধানসভা ভোটের আগে যথেষ্ঠ বেকায়দায় পড়ল তৃণমূল কংগ্রেস।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post