১০ দিনের মধ্যেই রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা

মাত্র ১০ দিনের ফারাকে ফেব্রুয়ারিতে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দ্বিতীয়বার বাড়ানো হল। রবিবার সরকারি তেল কোম্পানিগুলি রান্নার গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়েছে। ১৪.২ কিলোর গার্হস্থ্য ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। কলকাতায় ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ৭৪৫ টাকা ৫০ পয়সা থেকে তা বেড়ে হয়েছে ৭৯৫ টাকা ৫০ পয়সা। গত ৪ ফেব্রুয়ারি সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়িয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি। চলতি মাসে এখনও পর্যন্ত মোট দাম বাড়ল ৭৫ টাকা। উল্লেখ্য, ডিসেম্বর মাসে দু’দফায় সিলিন্ডারের দাম মোট ১০০ টাকা বেড়েছিল। ১৫ ফেব্রুয়ারি থেকে নয়া দর কার্যকর হবে।

ভর্তুকি বাবদ গ্রাহকের অ্যাকাউন্টে কত টাকা দেওয়া হবে, তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। গত কয়েক মাস থেকে তেল কোম্পানিগুলি গ্রাহকদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা নিয়ে কোনও তথ্য জানাচ্ছে না। যদিও এই পর্যায়ে ১৯ কিলো ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯ টাকা ৫০ পয়সা হ্রাস করা হয়েছে। যার ফলে নতুন দাম হয়েছে ১,৫৮৯ টাকা। সোমবার থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ছে রাজধানী দিল্লিতেও। দিল্লিতে এলপিজি সিলিন্ডারের নতুন দাম দাঁড়াবে ৭৬৯ টাকা। জানা গিয়েছে, রান্নার গ্যাসের উপর থেকে ভর্তুকি ধাপে ধাপে তুলে দিতে চায় মোদী সরকার। ধীরে ধীরে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে ভর্তুকি তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে জানা গিয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post