যুবরাজ সিংয়ের বিরুদ্ধে এফআইআর পুলিশের

সোশাল মিডিয়ায় দলিতদের সম্পর্কে আপত্তিকর নানা মন্তব্যের জন্য প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বিরুদ্ধে এফআইআর করল হরিয়ানার পুলিশ। গতবছর থেকেই তাঁর ইনস্টাগ্রামে কুরুচিকর ও অশ্রদ্ধাজনক মন্তব্য করেছেন। রবিবার হরিয়ানার হিসারের হানসি থানায় দায়ের করা এফআইআরে যুক্ত করা হয়েছে অফশিলি জাতি উপজাতি আইনের ধারাও। 

জানা গিয়েছে, ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে গতবছরের জুনে ইনস্টাগ্রামে লাইভ আলোচনায় যুবরাজ কিছু জাতপাত সম্পর্কীয় কথা বলেন। পরে বিশ্বকাপজয়ী অলরাউন্ডার অনিচ্ছাকৃত মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনাও করেছিলেন। বলেছিলেন, তিনি বৈষম্যে বিশ্বাস করেন না। তিনি সবার মর্যাদার পক্ষে। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.