ভোটের আগে জোটবদল কেরলেও

বিধানসভা ভোটের আগে দল নয়, জোটবদল হল কেরলে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি জানিয়ে দিয়েছে, তারা এবার বাম গণতান্ত্রিক ফ্রন্ট ছেড়ে কংগ্রসের সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্ট বা ইউডিএফে যাবে। এতদিন বাম জোটেই ছিল এনসিপি। এনসিপির একজন বিধায়ক রয়েছে কেরলে। কোট্টায়ামের পালা বিধানসভা কেন্দ্রের সেই বিধায়ক মনি সি কাপ্পান জানিয়েছেন, তিনি কংগ্রেসের বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিথালার সঙ্গে ঐশ্বর্য যাত্রায় যোগ দেবেন। গতবার তিনি বামজোটের হয়েই পালা কেন্দ্রে ২০১৯ সালের উপনির্বাচনে জিতেছিলেন। কেলের এনসিপির বেশিরভাগই তাঁর সঙ্গেই বলে দাবি করেছেন মনি। জানা গিয়েছে, সিপিএম পালা কেন্দ্রটি কেরল কংগ্রেস (মনি)-কে দিতে চাইছে।
সম্প্রতি বহুদিন পরে ইউডিএফ ছেড়ে বামজোটে যোগ দিয়েছে কেরল কংগ্রেস (মনি)। তবে এনসিপির আরেক গোষ্ঠীর নেতা পরিবহনমন্ত্রী এ কে সসিন্দ্রম মানির এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁর অভিযোগ, তিনি পালা কেন্দ্রে লোকজনের প্রতি অবিচার করছেন। ২০১৯ সালের উপনির্বাচনে কেরল কংগ্রেসের নেতা জোস টমকে হারিয়েছিলেন মনি। কেরল কংগ্রেসের নেতা কে এম মনি মারা যাওয়ার পর ওই উপনির্বাচন হয়েছিল। কে এম মনি ৫০ বছরেরও বেশি ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন।

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.