রোহিত হিটম্যানই থাকবেন

স্পিনিং ট্র্যাক এবং আগে ব্যাটিং দুটোই ভারতের পক্ষে গেলেও তার ফায়দা তুলতে পারলো কি? ফের প্রশ্নের মুখে বিশ্বখ্যাত ভারতীয় ক্রিকেট দল। বেশ কয়েকটি ম্যাচ ভালো খেললেও শুভমান এসেই আউট। ওয়াল নামের সাথে সাযুজ্য অনেকদিনই নেই পুজারার, কিছুক্ষণ ঠুক ঠাক করে আউট। এসেই আউট বিশ্বের কিছুদিন আগেও সেরা ব্যাটসম্যান দলনায়ক কোহলি। খেলা ধরলেন রোহিত, দি হিটম্যান। পেলেন সেঞ্চুরি। কিন্তু ঠুকঠুক করে খেলা রোহিতের সেঞ্চুরির মধ্যে পাওয়া গেল না। ১০০-র মধ্যে ১৪টি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি। আসলে রোহিত যেদিন খেলেন সে দিনটা রোহিতেরই হয়।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.