ভ্যাকসিন নিতে অরাজি রাশিয়ানদের আইসক্রিমের টোপ

"স্পুটনিক ভি" নামে করোনা ভ্যাকসিন এসে গিয়েছে রাশিয়ায় এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে দেশবাসীকে ভ্যাকসিন নিতে অনুরোধ করেছেন। পুতিন দেশের প্রচারমাধ্যমে অনুরোধ করেছেন দেশের মানুষকে, কোনও ভয়ের কারণ নেই, সবাই ভ্যাকসিন নিন। তাঁর আবেদন দেশের সর্বত্র পৌঁছেছে কিন্তু তবুও দেশের নাগরিকদের বৃহত্তর অংশ ইনজেকশন নিতে ভয় পাচ্ছেন এবং এলাকায় ভ্যাকসিন এলেও চিকিৎসালয়ের ধরে কাছে যাচ্ছেন না।

জানা গিয়েছে, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে তাই নিয়েই আতঙ্কিত রাশিয়ানরা। তাদের কাছে নাকি এমন সংবাদ রয়েছে যে ভ্যাকসিন নিলে মানুষ অসুস্থ এমনকী মৃত্যুও হতে পারে। এবারে আইসক্রিমের লোভ দেখানো হচ্ছে, বলা হচ্ছে ভ্যাকসিন নিলে প্রত্যেককে ফ্রি আইসক্রিম দেওয়া হবে। ব্যাপারটা অনেকটা শিশু ভোলানোর মতো হলেও রাশিয়ানরা আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসেন। তাই এই টোপ। জানা গিয়েছে, প্রত্যেকদিন ৬০ হাজার নাগরিককে ভ্যাকসিন দেওয়া হবে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post