উত্তরাখণ্ডের বিপর্যয়ে নিখোঁজ রাজ্যের ৪ শ্রমিক, আতঙ্কে পরিবার

উত্তরাখণ্ডে তুষার ধসে নিখোঁজ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার লক্ষ্যা গ্রাম পঞ্চায়েতের চারজন শ্রমিক। রবিরার উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়ার পরই আতঙ্কে দিন কাটছেন গুড়িয়া ও জানা পরিবার। মহিষাদল থানার চকদ্বাড়িবেড়িয়া গ্রামের সুদীপ গুড়িয়া ও ট্যাংরাখালি গ্রামের লালু জানা ও বুলা জানা সহ মোট আটজন উত্তরাখণ্ডে ওয়েলডিংয়ের কাজে গিয়েছিলেন। প্রায় দুবছর আগেই তাঁরা তপোবন জলবিদ্যুৎ প্রকল্পের কাজে যোগ গিয়েছিলেন। একমাস আগেই তাঁদের মধ্যে চারজন বাড়ি ফিরেছেন। 

সুদীপের ১২ ফেব্রুয়ারি বাড়ি ফেরার কথা ছিল বলে জানিয়েছেন তাঁর পরিবার। এরমধ্যেই এই বিপর্যয়। শনিবার রাতেও বাড়ির লোকেদের সঙ্গে কথা হয় সুদীপের। রবিবার সকাল ৯টার সময় কাজে বেরিয়ে যায়। এই দুর্ঘটনা টিভিতে দেখার পর বাড়ি থেকে সুদীপের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ফোনে পাওয়া যায়নি। এরপর থেকেই আতঙ্কে সময় কাটছে পরিবারের লোকের। পাশের গ্রামের একই পরিবারের দুই ভাই লালু জানা ও বুলা জানার পরিবারের একই অবস্থা। দুর্ঘটনার দিন সকাল ৮ টার সময় বাবা ধ্রুব জানার সঙ্গে কথা লালুর। তারপর দুর্ঘটনার খবর জানতে পারে জানা পরিবার। লালু ও বুলার সঙ্গে ফোনে যোগাযোগ করেও পায়নি ফোন। পরিবারের সদস্যরা সুস্থ ভাবে বাড়ি ফিরে আসুক সেই আশায় গুড়িয়া ও জানা পরিবার সময় গুনছে। অপরদিকে সোমবার দুপুরে মহিষাদলের চকদ্বাড়িবেড়িয়ার সুদীপ গুড়িয়ার বাড়িতে যান তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমস্ত সাহায্য করার আশ্বাস দিয়েছেন। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post