বিহারে মন্ত্রী হলেন সুশান্ত সিং রাজপুতের ভাই

মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভাই নীরজকুমার বাবলু। তিনি জেডি (ইউ)-এর নেতা ছিলেন। পরে দল ছেড়ে ছাতাপুরের বিজেপি বিধায়ক হয়েছেন। তিনি এই প্রথম মন্ত্রী হলেন তিনি। নীরজকুমার সুশান্তের মৃত্যুর তদন্ত চেয়ে আন্দোলন করেছিলেন। এর আগে এক বিজেপির বিধায়ককে মারধোরে অভিযুক্ত হয়েছিলেন তিনি।
এদিন ১৭ জন মন্ত্রী হিসেবে শপথে নিয়েছেন। তার মধ্যে বিজেপির কোটা থেকে ৯ জন, জেডি (ইউ) কোটি থেকে ৮ জন শপথ নেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেনও এদিন শপথ নেন। তিনি বিহার বিধান পরিষদের সদস্য। বিজেপি ও জেডি (ইউ) দুই দলেরই একজ়ন করে মুসলিম মন্ত্রী শপথ নিয়েছেন। শাহনওয়াজ ছাড়াও বহুজন সমাজ পার্টি ত্যাগ করে জেডি (ইউ) দলে আসা জামা খান মন্ত্রী হয়েছেন।শপথ নিয়েছেন বিহারের প্রাক্তন ডিজি সুনীল কুমার। অবসরে পর তিনি জেডি (ইউ) দলে যোগ দিয়ে গোপালগঞ্জ থেকে নির্বচিত হয়েছেন। তিনি মন্ত্রিসভার একমাত্র দলিত মুখ। শপথ নেন নির্দল বিধায়ক সুমিত সিং। পাটনার রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন নীতীশ কুমার ছাড়াও সুশীল মোদি, রাজীবপ্রতাপ রুডি উপস্থিত ছিলেন।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post