ঘরের মাঠেই হার টিম কোহলির!

ক্রিকেট বিশেষজ্ঞরা মাথা চুলকিয়েও বুঝে উঠতে পারছেন না, এই ভারতীয় দল অস্ট্রেলিয়াতে অবাক করা লড়াই লড়ে সিরিজা জিতে এল আর তারাই নাকি দেশে নিজেদের মর্জিমাফিক পিচ তৈরি করে সফরকারী ইংল্যান্ডের কাছে হেরে গেল! কার দোষে, অনেক দিন অবধি এই প্রশ্ন ঘুরবে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে কিছু উত্তর তো মিলবেই অন্তত গাভাসকারদের মতো বিশেষজ্ঞদের কাছে। 

প্রথমত ব্রিসবেন টেস্টের "টিম রাহানে"কে চেন্নাই টেস্টে রাখা উচিত ছিল। মনে রাখতে হবে বাউন্সি পিচে জান লড়িয়ে খেলে দ্বিতীয় সারির দলটি পরে ব্যাট করে অস্ট্রেলিয়াকে তাদের অপরাজেয় মাঠে হারিয়েছিল সেই দল থেকে কোন যুক্তিতে সিরাজ, নটরাজনদের ছিটকে দেওয়া হল? তাঁরা কি এর থেকেও বাজে বল করতেন? দ্বিতীয়ত, ভারত যখন স্পোর্টিং পিচে অসাধারণ খেলতে পারে তখন আন্ডারপ্রিপেয়ার্ড পিচ তৈরি করা হলো কার নির্দেশে, যেখানে ক্রমাগত বল ধীরে আসছে কিংবা বাউন্স পাচ্ছে না? এটার ফসল তুলেছে ইংল্যান্ড। শোনা যাচ্ছে, কোহলির নির্দেশেই এই পিচ তৈরি হয়েছিল। তৃতীয়ত নাদিমের মতো নতুন খেলোয়াড়কে নেওয়া হলো কার জায়গায়? এটা পরিষ্কার হয়ে গিয়েছে, কোহলির ফর্ম খুবই খারাপ, শেষ সেঞ্চুরি কবে করেছেন তিনি সেটা তিনিই ভুলে গিয়েছেন। এছাড়া এত বেশি পরিবারের চিন্তা নিয়ে খেলায় উচিত হয়নি বলেই দাবি ক্রিকেট প্রেমীদের। হয়তো দেখা যাবে পরের টেস্টে কোপ পড়বে নাদিম, রোহিত কিংবা বুমরার উপর। কিন্তু উচিত কোহলির অধিনায়কত্ব ছেড়ে নিজের ব্যাটিংয়ের উপর জোর দেওয়া যা দিয়েছিলেন সচিন তেন্ডুলকর।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post