বাংলায় ‘পরিবর্তন, কেরলে ‘বিজয়’, বিজেপির রথযাত্রা

বাংলায় ‘পরিবর্তন যাত্রা’ তো কেরলে ‘বিজয় যাত্রা।’ এরাজ্যের মতো কেরলেও সামনেই বিধানসভার ভোট। বাংলায়. পাঁচটিা পরিবর্তন রথযাত্রা শুরু হয়ে গিয়েছে এখনই। ২১ ফেব্রুয়ারি রথযাত্রা শুরু হবে। সূচনায় থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেরল  বিজেপির সভাপতি কে সুরেন্দ্রন। রথের চাকা গড়াবে কাসারগোড় থেকে। রথযাত্রা শেষ হবে ৭ মার্চ। শেষের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থাকার কথা রয়েছে। এছা়ড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা।

কেরলে বিজেপির অবস্থা মোটেই ভালো নয়। গতবার ২০১৬ সালে ১৪০টি আসনের মধ্যে মাত্র একটি আসনেই জিততে পেরেছিল তারা। তিরুবনন্তপুরমের নেমম আসনে জিতেছিলেনও রাজাগোপাল।  এবার তাই তাদের কাছে এটা কঠিন পরীক্ষা। এই রথযাত্রার স্লোগান 'নতুন কেরল।' রথযাত্রায় আরও অনেক নেতা কেরলে আসবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য নেতারা। ১৫ দিনের রথযাত্রায় সব জেলারই অর্ধেক কেন্দ্রে ঘোরা হবে। ১৩টি জেলা ঘুরে ৬ ও ৭ মার্চ রথ আসবে রাজধানী তিরুবনন্তপুরমে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post