কৃষকদের আন্দোলনের সমর্থনে আন্তর্জাতিক পরিবেশবাদী গ্রেটা থুনবার্গের টুলকিট মাধ্যম শেয়ার করার জন্য ২১ বছরে পরিবেশকর্মী দিশা রবির পর এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হল মুম্বইয়ের আইনজীবী নিকিতা জেকব এবং শান্তনুর নামে। নিকিতা নিখোঁজ। নিকিতাও গ্রেটার টুলকিট শেয়ার করেছিলেন দিশার মতোই। কৃষকদের সমর্থনে গ্রেটার পোস্ট করা টুলকিট নেটমাধ্যমে শেয়ার করেছিলেন দিশা। তিনি ফ্রাইডেজ ফর ফিউচার ইন্ডিয়া-র অন্যতম প্রতিষ্ঠাতা। এরপরই রবিবার দিশাকে বেঙ্গালুরু থেকে আটক করে দিল্লি পুলিশের সাইবার অপরাধদমন শাখা। তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। ওই টুলকিট’-এর প্রচারে অন্যতম ষড়যন্ত্রকারী হিসাবেও দিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে দিল্লি পুলিশ।
অন্যদিকে, দিশা রবির মুক্তির দাবি নিয়ে সোচ্চার বেঙ্গালুরুর পড়ুয়া, সঙ্গীতশিল্পী-সহ রাজধানী দিল্লির বিশিষ্টদের একাংশ। ফের মুখ খুলেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইঝি মিনা হ্যারিসও। তিনি প্রশ্ন তুলেছেন, কেন আন্দোলনকারীদের নিশানা করা হচ্ছে, তাঁদের চুপ করিয়ে দিচ্ছে সরকার, প্রশ্ন করুন। নিন্দা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। অভিযোগ উঠেছে, গ্রেফতারির পর দিশাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা নিয়েও তাঁর মা-বাবাকে অন্ধকারে রেখেছে দিল্লি পুলিশ। দিশার সমর্থনে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছেন সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ, অরুন্ধতী ঘোষ-সহ দিল্লির সংখ্যালঘু কমিশনের প্রাক্তন প্রধান এসি মাইকেল-সহ বহু বিশিষ্টজন। ওই বিবৃতিতে দিল্লি পুলিশের আচরণকে বিদ্বেষমূলক বলে আখ্যা দিয়েছেন তাঁরা।
Thank You for your important feedback